ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

পাহাড়ি ঢলে ঈদগাঁও-ঈদগড় সড়কে ধস,যোগাযোগ বিচ্ছিন্ন 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৪, ২৮ জুলাই ২০২১

কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও’র সাথে রামু উপজেলার ঈদগড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে উক্ত সড়ক ধসে বিলীন হয়ে যাওয়ায় এই দুই এলাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের ঈদগড় ইউনিয়নের পানের ছড়া পয়েন্টে প্রায় দেড়'শ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, দুইদিন ধরে ভারী বৃষ্টিতে রামুর বেশির ভাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে। ফলে পাহাড়ি ঢলে ঈদগাঁও উপজেলা ও ঈদগাঁও বাজারের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদগড়-ঈদগাঁও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিকল্প পথে বাইশারী-গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি-রামু হয়ে কলা পরিবহন করতে হবে। এর ফলে কয়েকগুণ বেশি পরিবহন খরচ পড়বে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে খরশ্রোতা ঈদগাঁও নদীর মূল স্রোতধারা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হলেও ভাঙ্গন প্রতিরোধ অথবা নদী শাসনের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেল বলে এমনটি মনে করেন স্থানীয় সচেতন মহল।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি